Breaking: মাঝরাতে মাওবাদী হামলা রেললাইনে, বিস্ফোরণের জেরে বাতিল একাধিক ট্রেন

প্রতীকী ছবি সৌজন্যেঃ railpage



আশঙ্কাই সত্য হলো। মাঝরাতে মাওবাদী হামলা রেললাইনে,রুট বদল বহু ট্রেনের; বিস্ফোরণের জেরে বাতিল একাধিক ট্রেনও ।

প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মাওবাদী হামলা হতে পারে বলে আগেই সতর্ক করা হয়েছিল গোয়েন্দা বিভাগের তরফে।

বুধবার মাঝরাতে বিস্ফোরণ ঘটল ধানবাদ শাখায়। জানা গিয়েছে, ধানবাদ-গয়া সেকশনে কুমারাবাদ ও চিচাকি স্টেশনের মাঝে এক স্থানে রেললাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

এই পরিস্থিতিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তবে বিস্ফোরণের জেরে বদল হয়েছে একাধিক ট্রেনের রুট।

ঝাড়খণ্ডের গিরিডির কাছে ঘটেছে এই বিস্ফোরণ। তবে বিস্ফোরক ব্যবহার করে এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে মাওবাদী পোস্টার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।

জানা গিয়েছে, নয়া দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস, নয়া দিল্লি-শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, নয়া দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস ট্রেনগুলির রুট বদল করা হয়েছে। এছাড়া আনন্দ বিহার-পুরী এক্সপ্রেস, আনন্দ বিহার-রাঁচি ঝাড়খণ্ড সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস, ধানবাদ-ডেহরিসান এক্সপ্রেস, ভাবনগর-আসানসোল এক্সপ্রেসও রুট বদল করে চলাচল করবে। এদিকে বাতিল করা হয়েছে, দেহরি অন সোন-ধানবাদ এক্সপ্রেস, গয়া-আসানসোল প্যাসেঞ্জার ট্রেন, আসানসোল-বারাণসী প্যাসেঞ্জার ট্রেন।