জাতীয় জুনিয়র ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলার মহিলা দল

জাতীয়  জুনিয়র ভলিবল  প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলার মহিলা দল






সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর :-জাতীয় জুনিয়র ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো বাংলার মহিলা দল। বাংলার মহিলা দল তামিলনাডুকে হারালো (২৫ -২২ ) ( ২৫ - ১৭ ) এবং (২৫- ১৮ )তে।




গত ২৫শে ডিসেম্বর থেকে বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে শুরুহয় ৪৭ তম জুনিয়ার ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ন শিপ ।জাতীয় জুনিয়র ভলিবল প্রতিযোগিতায় ২৮ টি পুরুষ এবং ২৬ টি মহিলা টিম অংশ গ্রহণ করে।অরবিন্দ স্টেডিয়াম ছাড়াও খেলা চলে অগ্রদূত ক্লাবের মাঠে।




জুনিয়ার ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ন শিপের চুড়ান্ত পর্বের খেলায় তামিলনাডুকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিলো বাংলার মেয়ে শ্রেয়সী ঘোষ , প্রেরনা পাল , জয়ীতা ঘোষ , স্বাথী দাস রা।




এছাড়া কর্ণাটক ও তামিলনাড়ুর পুরুষ টিমও অংশ গ্রহণ করেন চুড়ান্ত পর্বের খেলায়।৩-১ কর্ণাটককে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে নিলো তামিলনাড়ু।




বাংলার শ্রেয়সী ঘোষ , প্রেরনা পাল , জয়ীতা ঘোষ , স্বাথী দাস রা অসাধারন ভাবে মেলে ধরে ছিলো ৷ বর্ধমান শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে চলতে থাকা প্রতিযোগিতার গ্রুপের প্রতিটি ম্যাচেই বিপক্ষ দলকে দাঁড়াতে দেয়নি বাংলার মহিলা দল ৷ সেমিফাইনালে বাংলার মহিলা দল রাজস্থান কে হারিয়ে ফাইনালে উঠেছিলো ৷ খেতাব ধরে রাখলো বাংলার এই মেয়েরা ৷ বাংলা দলের এই খেলায় খুশি দ্রোনাচার্য কোচ জি ই শ্রীধরন ৷ 




মাঠে হাজির ছিলেন রাজ্য ভলিবল সংস্থার সাধারন সম্পাদক রথিন রায় চৌধুরী সহ ভারতীয় ভলিবল সংস্থার সাধারন সম্পাদক অনিল চৌধুরী।এছাও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমান জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত সহ অন্যান্যরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ