বিনামূল্যে কিনুন রেডমির এই স্মার্টফোন ! চার্জ করতে হবে না ২ দিন
রেডমির স্মার্টফোন Redmi 9A পেয়ে যান একদম বিনামূল্যে। আর এই অফার রয়েছে Amazon-এ। Amazon-এ সেলের পর এই ফোনের প্রায় 1.5 লাখ ইউজার রিভিউ রয়েছে।
Redmi 9A ফোনের এমআরপি প্রায় 8 হাজার টাকা। সেলে ফ্ল্যাট দু'হাজার টাকার ছাড় পাওয়া যায়। তারপরেও ফোন প্রায় 6 হাজারে পাওয়া যাবে। এবার এখানে রয়েছে এক্সচেঞ্জ অফার। এক্সচেঞ্জ অফার 7 হাজারের বেশি। তবে আপনি পেয়ে যাচ্ছেন বিনামূল্যেই।
স্পেসিফিকেশন:
AI পোর্ট্রেট, AI সিন রিকগনিশন, HDR, প্রো মোড ও
5MP সেলফি ক্যামেরা ও 13MP-র প্রধান ক্যামেরা
ফোনের স্ক্রিন সাইজ 6.53 ইঞ্চি ও এতে একটি HD+ মাল্টি-টাচ ক্যাপাসিটিভ টাচস্ক্রিন রয়েছে
এই ফোনে পাবেন 3GB RAM ও 32GB ইন্টারনাল মেমরি। যা 512GB পর্যন্ত বাড়ানো যায়।
ফোনে ডুয়াল সিমের বিকল্প রয়েছে যাতে দুটি ন্যানো সিম ব্যবহার করা যায়।
Android v10 হল অপারেটিং সিস্টেম ও Mediatek Helio G25 অক্টাকোর প্রসেসর
5000mAH লিথিয়াম-পলিমার পাওয়ারফুল ব্যাটারি, যা দু-দিন ধরে চলে।
ফোনের সাথে পাবেন পাওয়ার অ্যাডাপ্টার, ইউএসবি কেবল, সিম ইজেক্ট টুল, ওয়ারেন্টি কার্ড ও ইউজার গাইড।
Tag: Redmi, Redmi 9A, amazon.in
1 মন্তব্যসমূহ
Phone
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊