৫ রাজ্যে ৭ দফায় বিধানসভা নির্বাচন, নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন 


বিধানসভা নির্বাচন

শনিবার দুপুর সাড়ে ৩টেয় ৫ রাজ্যে নির্বাচনের (Assembly Election 2022) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) সাংবাদিক বৈঠক করে গোয়া (Goa), মণিপুর (Manipur), পাঞ্জাব (Punjab), উত্তরাখণ্ড (Uttarakhand) ও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন।



পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাংবাদিক বৈঠকে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রচার নিয়ে বিশেষ বার্তা দেন সিইসি সুশীল চন্দ্র। ভার্চুয়ালি প্রচার করুন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও সমাবেশ বা রোড শো করা যাবে না। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাংবাদিক বৈঠকে একথা বলল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।



সিইসি সুশীল চন্দ্র জানান, এবার ভোটে মোট ১৮.৩৪ কোটি ভোটার অংশগ্রহণ করবে। যার মধ্যে ৮.৫৫ কোটি মহিলা ভোটার। ৫ রাজ্যে ৭ দফায় বিধানসভা নির্বাচন।


নির্ঘণ্ট


১) ১০ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (১)

২) ১৪ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (২), পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া

৩)  ২০ ফেব্রুয়ারি-উত্তরপ্রদেশ (৩)

৪) ২৩ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৪)

৫) ২৭ ফেব্রুয়ারি- উত্তরপ্রদেশ (৫), মণিপুর (১)

৬) ৩ মার্চ- উত্তরপ্রদেশ (৬), মণিপুর (২)

৭) ৭ মার্চ - উত্তরপ্রদেশ (৭)

ভোট গণনা-১০ মার্চ