Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা বিধিনিষেধ নিয়ে আবারও নির্দেশিকা, পাল্টে গেলো সময় Local Train Time Table

train , man, crowd



করোনা বিধিনিষেধ নিয়ে আবারও নির্দেশিকা জারি, এবার পাল্টে গেলো সময় লোকাল ট্রেনের (Local Train) সময়সীমা (Time Table)। 

প্রসঙ্গত ১৫ জানুয়ারি পর্যন্ত জারি হয়েছে একাধিক নির্দেশিকা (WB Covid Restriction)। পরবর্তিতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে সেই নির্দেশিকায়।

আজ নবান্ন থেকে আবারও এক নির্দেশিকা প্রকাশিত হয়েছে। গত ২ জানুয়ারি প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছিলো লোকাল ট্রেনগুলি 50% আসন ক্ষমতার সাথে কেবল সন্ধ্যা 7 টা পর্যন্ত চলবে।

train schedule


৩ জানুয়ারি প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে , সন্ধ্যা ৭ টার পরিবর্তে লোকাল ট্রেন রাত্রি ১০ টা পর্যন্ত চলাচল করবে। রাতের শেষ ট্রেন ছাড়বে রাত্রি ১০ টায়। আরও পড়ুনঃ রাজ্যজুড়ে আবারও তৈরি Red Volunteer

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code