দেশে যখন করোনার সংক্রমণ শুরু হলো তখন সরকারের সাথে সাথে বিভিন্ন সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে দেখা গেছে। আর এই সামাজিক সংগঠনের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে SFI এবং DYFI এর তৈরি Red Volunteer এর টিম।
কখনো অক্সিজেন সিলিন্ডার কাঁধে নিয়ে ছুটেছে তো কখনো করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি, করোনা আক্রান্ত রোগীর বাড়িতে খাবার পৌঁছে দেওয়া তো কখনো স্যানিটাজেশনের স্প্রেয়ার হাতে এ গলি থেকে গলি চষে বেড়িয়েছে রেড ভলান্টিয়ার। শুধু করোনা নয়, বন্যাতে যখন মানুষ খাদ্যহীন তখনো ছুটে গিয়েছে রেডভলান্টিয়ার।
করোনার তৃতীয় ঢেউ শুরু হতেই আবারও পুরো দমে নেমে পড়েছে রেড ভলান্টিয়াররা।করোনা ভাইরাসের কারণে আবারও এক উদ্বেগজনক পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে ভারতের বিভিন্ন শহরে ইতিমধ্যে করোনার ৩য় ঢেউ আছড়ে পরতে চলেছে। আর এই পরিস্থিতিতে রাজ্যজুড়ে আবারও তৈরি হচ্ছে রেড ভলান্টিয়াররা।
ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে কোচবিহারের দিনহাটার রেড ভলান্টিয়াররা। দিনহাটা রেড ভলান্টিয়ারের পক্ষথেকে জানানো হয়েছে দিনহাটার যে কোন মানুষের যে কোন অসুবিধা যোগাযোগ করতে পারবেন। এইজন্য তাঁরা যোগাযোগ নাম্বারও দিয়েছে। মোবাইল নাম্বারটি হলো
- 6294235937
Email - redvolunteerdinhata736135@gmail.com
অন্যান্য জেলার আপডেট নাম্বার পেলেই এখানে দেওয়া হবে। লিঙ্কটা বন্ধুদের Whatsapp এ শেয়ার করে রেখে দিন।
6 মন্তব্যসমূহ
খুব ভালো
উত্তরমুছুনKhub valo
উত্তরমুছুনরেড ভলান্টিয়ার দের❤️❤️ সেলুট
উত্তরমুছুন👍👍
উত্তরমুছুনভালো খবর।।
উত্তরমুছুনখুব ভালো
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊