ICC Award: ভারতীয় মহিলা ক্রিকেটে রঙিন পালক, বর্ষসেরা খেলোয়াড়ে স্মৃতি

Smriti Mandhana




ভারতীয় মহিলা ক্রিকেটে রঙিন পালক। আইসিসির বর্ষসেরা একাদশে মহিলা টি-২০ দলে জায়গা পেলেন ভারতীয় তারকা। রঙিন এই পালক যুক্ত হয়েছে স্মৃতি মান্ধনার (Smriti Mandhana) মুকুটে। সেরা এগারো জনের তালিকায় নাম নেই আর কোনও ভারতীয় ক্রিকেটারের।




অধিনায়ক নির্বাচিত হয়েছেন নাতালি সিভার (natalie siver)। ইংল‍্যান্ডের পাঁচ খেলোয়াড় ট্যামি বিউমন্ট, ড্যানি ওয়াট, নাতালি সিভার, অ্যামি জোনস ও সোফি একলেস্টোন রয়েছেন এই দলে। উইকেট কিপার নির্বাচিত হয়েছেন জোনস।




লরা উলভার্ডট, মারিজান কাপ ও শাবনিম ইসমাইল তিন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রয়েছেন দলে। এছাড়া আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও জিম্বাবোয়ের লরিন ফিরি রয়েছেন বর্ষসেরা মহিলা টি-২০ দলে।




আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ দল:- স্মৃতি মন্ধনা (ভারত), ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড), ড্যানি ওয়াট (ইংল্যান্ড), গ্যাবি লুইস (আয়ারল্যান্ড), নাতালি সিভার (ক্যাপ্টেন, ইংল্যান্ড), অ্যামি জোনস (উইকেটকিপার, ইংল্যান্ড), লরা উলভার্ডট (দক্ষিণ আফ্রিকা), মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি একলেস্টোন (ইংল্যান্ড), লরিন ফিরি (জিম্বাবোয়ে), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা)।