প্রজাতন্ত্র দিবসে (Republic Day) প্লাস্টিকের জাতীয় পতাকা (national flag) ব্যবহার বন্ধে জেলাশাসককে ডেপুটেশন প্রদান
রাহুল দেব বর্মন,কোচবিহার:
আসন্ন ২৬ শে জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে প্লাস্টিকের জাতীয় পতাকা যাতে ব্যবহার করা না হয় সেই কারনে জেলাশাসককে ডেপুটেশন দিলেন একদল যুবক যুবতী ও প্রবীণ নাগরিকরা।
বুধবার জেলাশাসক দপ্তরের সামনে প্লেকার্ড লাগিয়ে স্লোগান তোলার পাশাপাশি জেলাশাসক পবন কাদিয়ানকে লিখিত স্বারকলিপি প্রদান করেন তারা বলেন প্রতিবছর আমরা লক্ষ্য করি ২৩ শে জানুয়ারি ও ২৬ শে জানুয়ারি প্লাস্টিক এর ছোট ছোট পতাকা দিয়ে আমরা বিভিন্ন ভাবে সাজিয়ে থাকি। এরপর সেই প্লাস্টিকের পতাকা গুলি রাস্তায় পড়ে থাকে,অবমাননা করা হয় আমাদের সমাজের দাড়াই।
কিন্তু সেই পতাকাকে আমরা যোগ্য সম্মান দেই না। তাই প্লাস্টিকের জাতীয় পতাকা বন্ধের অনুরোধ জানিয়ে এই ডেপুটেশন।
1 মন্তব্যসমূহ
সাধু উদ্যোগ
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊