উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীদের জন‍্য গুরুত্বপূর্ন বিজ্ঞপ্তি সংসদের



hs exam


 
উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীদের জন‍্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল সংসদ। রাজ‍্যের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকলেও সশরীরে উচ্চ মাধ‍্যমিকের ফর্ম ফিল আপ করতে স্কুলে আসতে হবে পরীক্ষার্থীদের বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হল সংসদের তরফে।




আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের ফর্ম ফিল-আপ প্রক্রিয়া। করোনা বিধি মেনে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।




যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সেখানে বলা হয়েছে, একসঙ্গে ১০জনের বেশি ছাত্রকে স্কুল চত্বরে আনা যাবে না। এও জানান হয়েছে, মানতে হবে সামাজিক দূরত্ব বিধিও। স্কুলগুলিকে এই মর্মে নির্দেশিকাও পাঠানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে।




একদিকে যখন করোনা উর্ধ্বমুখী আর তার জেরেই বন্ধ স্কুল কলেজ। সেই পরিস্থিতিতে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ উচ্চ মাধ‍্যমিক ২০২২ এর পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে গুরুত্বপূর্ণ আভাস বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।