Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত রাজ ও শুভশ্রী

করোনা আক্রান্ত রাজ ও শুভশ্রী


Raj and subhashree




করোনার কবলে ফের ভারত। দিনের পর দিন বাড়ছে সংক্রমন। করোনার ওমিক্রণ ভেরিয়েন্টের বাড়বাড়ন্ত চলছে। পিছিয়ে নেই বাংলাও। করোনা সংক্রমিত হচ্ছেন রাজনৈতিক নেতা নেত্রী থেকে বলিউড ছেড়ে টলিউডও। এবার করোনা আক্রান্ত রাজ ও শুভশ্রী ।




নিজের সোশ‍্যাল হ‍্যাণ্ডেলে স্বামী রাজ ও নিজের করোনা আক্রান্তের খবর জানালেন শুভশ্রী। শুভশ্রী জানিয়েছেন, আমি ও রাজ দুজনেই কোভিড ১৯- সংক্রমিত। আমরা আইসোলেশনে আছি। গত ৭২ ঘন্টায় যারা আমাদের সংস্পর্শে এসেছেন তারা পরীক্ষা করান এবং আইসোলেটেড হোন। সতর্ক থাকুন, মাস্ক পড়ুন।



সকলকে সতর্ক করে শুভশ্রী আরো লিখেছেন, আমরা ঠিক আছি। সকলের আশির্বাদ ও ভালোবাসায় এই সমস‍্যা থেকে বেড়িয়ে আসবো। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code