উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা অনলাইন নাকি অফলাইন? জানালেন সংসদ সভাপতি

CE-AH
13

উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা অনলাইন নাকি অফলাইন? জানালেন সংসদ সভাপতি


hs exam



করোনার জেরে গত বছর পরীক্ষা বাতিল হয়েছে। এদিকে এবছরেও পরীক্ষা সূচি প্রকাশ হলেও করোনার থাবায় চিন্তা বাড়ছে। জল্পনা চলছে উচ্চ মাধ‍্যমিক পরীক্ষা কি হবে? যদি হয় তবে তা অনলাইন নাকি অফলাইনে? এরকম একাধিক প্রশ্নের উত্তর মিলল এবার।




অনলাইনে উচ্চ মাধ্যমিক হওয়ার কোনও সম্ভাবনা নেই, অফলাইনেই হবে পরীক্ষা। তবে এবার পড়ুয়ারা নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন। এমনটাই জানালেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।




একটি চ্যানেলের লাইভ ক্লাসরুম অনুষ্ঠানে সংসদের সভাপতি জানান, অফলাইনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুতি চলছে। সংক্ষিপ্ত পাঠ্যক্রমে ‘হোম সেন্টারে’ পরীক্ষা হবে। গত বছর নভেম্বরে উচ্চ মাধ্যমিকের সূচি প্রকাশ করেছিল সংসদ। 



সংসদের সভাপতি তখন জানিয়েছিলেন, করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার বাইরের স্কুলে আসন পড়বে না। 'হোম সেন্টারেই' পরীক্ষা হবে। রাজ্যে প্রায় ৬,৭২৩ টির মতো উচ্চ মাধ্যমিক স্কুল আছে। যে স্কুলে যে পড়ুয়া পড়েন, তাঁদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার আসন সেখানেই পড়বে। সেই পরিস্থিতিতে তিন গুণ বেড়েছে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা।



প্রসঙ্গত, ২রা এপ্রিল থেকে শুরু হবে ২০২২-র উচ্চ মাধ‍্যমিক যা শেষ হবে ২০ই এপ্রিল।
Tags

Post a Comment

13Comments

Post a Comment
To Top