Breaking News: SSC চেয়ারম্যানকে অপসারণের নির্দেশ দিল হাইকোর্ট
SLST নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগে ভুলের দায়ে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে অপসারণের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের তরফে ক্ষুব্ধ হয়েই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভশঙ্কর সরকারকে পদ থেকে অপসারণের বিষয় খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।
অপসারণের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এসএমএসে কীভাবে ৩দিন আগে কাউন্সেলিংয়ের বার্তা? কেন মেল বা স্পিড পোস্টে পাঠানো হয়নি নিয়োগের সুপারিশপত্র?’ জানতে চেয়েছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। পাশাপাশি কাউন্সেলিংয়ে মামলাকারীদের সুযোগ দেওয়ার নির্দেশ।
কোন ধরনের চেয়ারম্যান? প্রশ্ন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের। মেধা তালিকার পিছনে থাকাদের নিয়োগপত্র পাওয়ায় হাইকোর্টে মামলা দায়ের হয়।
1 মন্তব্যসমূহ
The hon'ble Kolkata High Court's decision in the subject, bolster the ultimate faith in judiciary where an unjust is justified .The person in chair should have the feeling of realization for such unholy act.The oracle of judiciary is loud enough against any wrong doer where only time and patience become vocal.
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊