বৃহস্পতিবার বিকাল ৫ টা নাগাদ গুয়াহাটি-বিকানির এক্সপ্রেস এর ৬ থেকে ৭ টি বগি লাইনচ্যুত হয়ে (Guwahati-Bikaner Express Derailment) উল্টে যায়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্য হয়েছে ৯ জনের, গুরুতর আহত হয়েছেন ৩৬ জন। গতকাল এই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।
বৃহস্পতিবার গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ার পর নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় (Roopa Ganguly)।
তিনি প্রশ্ন তোলেন, ট্রেন কি নিজেই ডিরেল হয়? রেল ট্র্যাক কি বোঝে সামনেই নির্বাচন, রেল নিয়ে অনেকদিন কোনও বাজে খবর হয়নি। মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলার অভিযোগ তোলেন বিজেপি (BJP) নেত্রী। এরপরই গতকালের ঘটনায় যাতে সিবিআই (CBI) তদন্ত হয়, সে বিষয়ে সওয়াল করেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊