Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুখ‍্যমন্ত্রীর পর ট‍্যাবলো বাদ নিয়ে সরব বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়

মুখ‍্যমন্ত্রীর পর ট‍্যাবলো বাদ নিয়ে সরব বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় 

মুখ‍্যমন্ত্রীর পর ট‍্যাবলো বাদ নিয়ে সরব বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায় 



চলতি বছরে কেন্দ্রের প্রজাতন্ত্র দিবসের থিম, ‘আজাদি কা অমৃত মহোৎসব’। ২৩ জানুয়ারি, নেতাজির জন্মদিবসেই শুরু হবে প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠান। এ’বছর সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী। সেই কারণে, নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা INA বিষয়ক ট্যাবলোর প্রস্তাব দেয় রাজ্য। কিন্তু সেই প্রস্তাব খারিজের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক! ইতিমধ‍্যে রাজ‍্যের তরফে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে।




এর মাঝেই আজ টুইট করে বাংলার ট্যাবলোর অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন রাজ‍্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। তথাগত-র সেই বক্তব‍্যর পাশে দাঁড়ালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। এরপরেই সিপিএম-তৃণমূল-সুলভ রাজনৈতিক নাকে-কাঁদুনি সমর্থন করার জন্য নয়' বলে ট্যুইট করে নিজের অবস্থান জানান তথাগত।




প্রধানমন্ত্রীকে ট্যাগ করে ট্যুইটে তথাগত রায় বলেন, প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, অনুগ্রহ করে প্রজাতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন। এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর সংগঠন INA, যা ব্রিটিশদের নিজের সেনার প্রতি বিশ্বাসকে নাড়িয়ে দিয়ে, তাদের দেশ ছাড়াকে ত্বরান্বিত করেছিল, তার বর্ননা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code