দিনহাটায় খাদ্য সুরক্ষা দপ্তরের আভিযান 

some man on road



দিনহাটা, অরবিন্দ শর্মাঃ 

পান, সুপারি, গুটকা, সিগারেটের বিরুদ্ধে খাদ্য সুরক্ষা দপ্তরের  অভিযান চালালেন দিনহাটার বুকে।

এদিনের এই কর্মসূচি মূল উদ্দেশ্য ছিল, যে সমস্ত দোকানদারের ফুট সেপ্টি লাইসেন্স নেই তাদের লাইসেন্স করার জন্য সচেতন করা। সেই সাথে দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যে সমস্ত ব্যক্তিরা রোডের উপরে পান, গুটকা, সিগারেট, গ্রহণ করছেন তাদেরকে আইনি অনুসরণে 200 টাকা করে জরিমানা করছে খাদ্য সুরক্ষা দপ্তরের  ।

কেউ যাতে নিয়ম লঙ্ঘন না করে রোডের উপরে পান সিগারেট গুটকা না খায় সে করনেই এই অভিযান বলে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক ।