Election Guidelines: নির্বাচনী গাইডলাইন প্রকাশ কমিশনের






শনিবার দুপুর সাড়ে ৩টেয় ৫ রাজ্যে নির্বাচনের (Assembly Election 2022) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। দিল্লির বিজ্ঞান ভবনে (Vigyan Bhavan) সাংবাদিক বৈঠক করে গোয়া (Goa), মণিপুর (Manipur), পাঞ্জাব (Punjab), উত্তরাখণ্ড (Uttarakhand) ও উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন।



পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাংবাদিক বৈঠকে করোনা সংক্রমণের কথা মাথায় রেখে প্রচার নিয়ে বিশেষ বার্তা দেন সিইসি সুশীল চন্দ্র। ভার্চুয়ালি প্রচার করুন। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত কোনও সমাবেশ বা রোড শো করা যাবে না। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সাংবাদিক বৈঠকে একথা বলল কেন্দ্রীয় নির্বাচন কমিশন।


শনিবার ৫ রাজ্যের নির্বাচনের জন্য ভোটের গাইডলাইন প্রকাশ করল নির্বাচন কমিশন। কোভিড পরিস্থিতিতে অনলাইনে প্রচারের আবেদন রাজ্য নির্বাচন কমিশনের। সব রাজনৈতিক দলের কাছে আবেদন রাজ্য নির্বাচন কমিশনের। ডিজিটাল প্ল্যাটফর্মকে বেশি করে ব্যবহার করার আবেদন।                  


‘১৫ জানুয়ারি পর্যন্ত রোড শো, পদযাত্রায় নিষেধাজ্ঞা’

‘একই সময় পর্যন্ত করা যাবে না বাইক র‍্যালিও’

‘সর্বাধিক ৫ জনকে নিয়ে বাড়ি গিয়ে করা যাবে প্রচার’

‘১৫ জানুয়ারির পর পরিস্থিতি পর্যালোচনা করবে নির্বাচন কমিশন’

‘কোভিড-বিধি মেনে ভোট করানো সবচেয়ে গুরুত্বপূর্ণ’

‘গত ডিসেম্বরে ৫ রাজ্য পরিদর্শন করেছেন কমিশনের আধিকারিকরা’

‘রাজ্যে আধিকারিকদের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে’

‘ঝঞ্ঝাটবিহীন ভোট করানোয় জোর দিয়েছে নির্বাচন কমিশন’

‘গত ভোটের তুলনায় ১৬ শতাংশ বুথ বেড়েছে এবারের ভোটে’

‘প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দিতে পারবেন’

‘কোভিড-আবহে প্রতি বুথে গতবারের তুলনায় ২৫০ জন ভোটার কমানো হল’

‘ভোটে অংশ নেবেন ১৮ কোটি ৩৪ লক্ষ ভোটার’

‘প্রথমবার ভোট দেবেন ২৯ লক্ষ ৪০ হাজার ভোটার’