বিপুল পরিমান মাদক ও মাদক তৈরির কাঁচামাল সহ পুলিশের জালে দুই




সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান সদর :




বর্ধমান শহর থেকে উদ্ধার বিপুল পরিমানে মাদক ও মাদক তৈরীর কাঁচামাল, জালে দুই মাদক কারবারি। এই ঘটনায় রাজ্যে পুলিশের এসটিএফের বড়সড় সাফল্য। বিশেষ অভিযানে বর্ধমান শহরের ঢিল ছোড়া দূরত্ব থেকে উদ্ধার হয়েছে কয়েক কোটি টাকার মাদক তৈরীর সরঞ্জাম। 




গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান শহরের পাল্লাশ্রীরামপুর এলাকায় অভিযান চালায় এসটিএফের বিশেষ দল। এসটিএফের ডিএসপি আমিনুল ইসলাম খানের নেতৃত্বে চলে এই বিশেষ অভিযান, গ্রেপ্তার হল দুই মাদক কারবারি। ধৃতদের নাম বাবন মন্ডল ও রাহুল মন্ডল, এরা বর্ধমান শহরের কলেজমোড় এলাকার বাদিন্দা। উদ্বার হয়েছে বেশ কয়েকটি ব্যারাল। তার মধ্যে রয়েছে কিছু মাদক ও মাদক তৈরীর কাঁচামাল। সমস্ত কিছু বাজেয়াপ্ত করেছে এসটিএফ। 




উদ্ধার হওয়া মাদক সামগ্রীর মূল্য প্রায় ১২কোটি টাকা। কয়েকদিন আগে ওরিষা ও মনিপুর থেকে কয়েকজন মাদক কারবারি কে আটক করে এসটিএফ। তাদের লাগাতার জিজ্ঞাসাবাদ করে পাওয়া সূত্র ধরেই বর্ধমান শহরে অভিযান চালায় তারা বলে সূত্রের খবর।