Cred App Benefits, Credit Card Payment, Cashback
স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর সুবাদে ক্রিডিট কার্ড সম্পর্কে কমবেশি ধারণা সকলেরই হয়েছে। কিন্তু যারা নিয়মিত ক্রেডিট কার্ড ব্যবহার করেন তাঁদের জন্য ফ্রিচার্জ এর প্রতিষ্ঠাতা কুনাল শা বানিয়েছেন ক্রেড অ্যাপ (Cred App)।
জানেন কি এই Cred App এর কি কি সুবিধা রয়েছে ?
আপনার ক্রেডিট কার্ড এ কোন ভুল এমাউন্ট ডেবিট হয়েছে কিনা তা জানিয়ে দেবে এই অ্যাপ।
আপনি কোন মাসে কত টাকা ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করেছেন সে তথ্যও জানিয়ে দেবে Cred.
কবে আপনার ক্রিডিট কার্ডের বিল পেমেন্ট করতে হবে তাও জানিয়ে দেবে।
এসবের বাইরেও রয়েছে আরও বেশ কিছু সুবিধা। যেমন ক্যাশব্যাক (Cashback) -ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করলেই পেয়ে যাবেন আকর্শনীয় ক্যাশব্যাক অফার।
এই অ্যাপ থেকে কেনাকাটা (shopping) করবারও সুবিধা রয়েছে ।
প্রতিটি ব্যবহারে রয়েছে Reward Point , যা ব্যবহার করে আপনি কেনাকাটাও করতে পারবেন।
ক্রেড অ্যাপ রেফার করেও পেয়ে যাবেন ক্যাশব্যাক অফার।
তাহলে আর দেরি কেন? আপনার যদি ক্রেডিট কার্ড থেকে থাকে তাহলে এখনি ইন্সটল করে নিন ক্রেড অ্যাপ। আর বিভিন্ন আকর্শনীয় অফারের সুযোগ নিন ।
8 মন্তব্যসমূহ
Important news
উত্তরমুছুনImportant information
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনImportant information.. kintu amar to credit card ei nei😂😂
উত্তরমুছুনGood news..but amar nijer i credit card nei
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood information
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊