সরকারি নির্দেশিকা মেনে স্কুল পড়ুয়াদের টীকা প্রদান, লোকপুর উচ্চ বিদ্যালয়ে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:-
করোনার প্রতিষেধক হিসেবে চলছে টীকা করণ, এতদিন দেওয়া হয়েছে শুধু ১৮ বছরের উপর ব্যাক্তিদের। করোনার প্রথম ঢেউ দ্বিতীয় ঢেউ বর্তমানে দেখা দিয়েছে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। দীর্ঘ ২০ মাস বন্ধ থাকার পর করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক চালু হয় শিক্ষা প্রতিষ্ঠান।ঠিক ভাবে বিদ্যালয়ের ছন্দ ফিরতে না ফিরতেই ফের অতিমারি করোনা তথা করোনার তৃতীয় ঢেউ এর ঊর্ধ্বমুখী গ্রাফ দেখে তড়িঘড়ি বিদ্যালয় বন্ধের নির্দেশ জারি করেন রাজ্য সরকার।এরইমধ্যে গত ৩ রা জানুয়ারি থেকে স্কুল পড়ুয়াদের করোনার টীকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার খয়রাসোল ব্লকের লোকপুর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের টীকা প্রদানের ছবি দেখা যায় বিদ্যালয় অঙ্গনে। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোমনাথ ধীবর, পার্থ সারথি দে স্কুল পড়ুয়াদেরকে টীকা নেওয়ার জন্য উৎসাহ সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন।পূর্নিমা দে ও সমাপ্তি কর নামক দুই স্বাস্থ্যকর্মী স্কুল পড়ুয়াদের টীকা দিচ্ছেন।
সহকারী শিক্ষক পার্থ সারথি দে এক সাক্ষাৎকারে বলেন সরকারি নির্দেশিকা মেনে এবং স্যানিটাইজার, মাস্ক ব্যবহার ইত্যাদি করোনা বিধি অবলম্বন করে টীকা প্রদান শিবির চলছে, সুষ্ঠুভাবে। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হচ্ছে, আগামী কাল দশম শ্রেনীর পড়ুয়াদের টীকা প্রদান কর্মসূচি চলবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊