বোলপুর-শান্তিনিকেতনকে পর্যটকশূন্য করার নির্দেশ প্রশাসনের
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
রাজ্যের পাশাপাশি বীরভূম জেলা জুড়ে হু হু করে বেড়ে চলেছে করোনা সংক্রমণ।জেলা প্রশাসন করোনা মোকাবেলা করতে গত ২ রা জানুয়ারি থেকে তড়িঘড়ি সিদ্ধান্ত নেন এবং জেলা সহ সমস্ত থানার আধিকারিকবৃন্দ ও সদলবলে মাঠে নামেন।পিকনিক স্পট ও জমায়েত বন্ধের নির্দেশ দেন সেইসাথে সামাজিক দূরত্ব বজায় রাখার এবং মাস্ক, স্যানিটাইজার ব্যবহার,সরকারি বিধিনিষেধ মেনে চলতে আহ্বান জানান।এই রকম পরিস্থিতিতে পর্যটন ক্ষেত্রেও রাশ টানতে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করেন প্রশাসন।
বীরভূম জেলার বোলপুর- শান্তিনিকেতনেও হোটেল-রিসোর্ট বুকিং করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয় প্রশাসনের পক্ষ থেকে । অনলাইন-অফলাইন, কোনও ভাবেই হোটেল-রিসোর্ট বুকিং করা যাবে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।যদিও এই মরশুমে তথা শীতের আমেজে ভ্রমণ পিপাসুরা চলে আসেন বা প্রতিবছর ভীড় জমে ওঠে বোলপুর-শান্তিনিকেতনকে ঘিরে। তথাপি বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বোলপুর-শান্তিনিকেতনকে কার্যত পর্যটকশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে।
তারপর হোটেল গুলোতে ধরপাকড় চালায় বোলপুর ও শান্তিনিকেতন থানার পুলিশ। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এলাকার সমস্ত হোটেল রেষ্টুরেন্ট গুলোতে সবরকম বুকিং বন্ধ রেখে বোলপুর-শান্তিনিকেতনকে পর্যটকশূন্য করার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊