COVID 19



রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-

পশ্চিম বর্ধমান জেলায় বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার আসানসোলের কল্যাণপুরে একথা জানান পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস।




এদিন এই প্রসঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শেখ মহম্মদ ইউনুস বলেন আসানসোল জেলা হাসপাতাল ১০ জন, পশ্চিম বর্ধমানের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে ৩ জন সহ জেলায় বহু মানুষ করোনা আক্রান্ত হয়েছে। তাই সেভ হোম গুলোকে পরিস্কার করা হচ্ছে।

সকলকেই কোভিড বিধি মেনে চলার আবেদন জানিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এস কে মোঃ ইউনুস।




জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: এস কে মোঃ ইউনূস জানান,রাজ্যের অন্যান্য জেলা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলাতেও কোভিড প্রচুর পরিমাণে বাড়ছে। আসানসোল জেলা হাসপাতালের আর্টিফিসিয়াল ল্যাবে প্রায় ১০ জন আক্রান্ত হয়েছে। তবে এখনও অব্দি চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এভাবে যদি সবাই পজিটিভ হতে থাকলে তাহলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে বলে মনে করছেন। আমরা চাইবো যাতে হাসপালে পরিষেবা ভালো থাকে। তাই মানুষকে বলবো সচেতন থাকুন এবং দূরত্ব বজার পাশাপাশি মাস্ক পরুন হাত স্যানিটাইজার করুন।