Latest News

6/recent/ticker-posts

Ad Code

চলে গেলেন দিনহাটার প্রখ‍্যাত লোকশিল্পী চৌহিত্র রায় সরকার

চলে গেলেন দিনহাটার প্রখ‍্যাত লোকশিল্পী চৌহিত্র রায় সরকার






চলে গেলেন দিনহাটার প্রখ‍্যাত লোকশিল্পী চৌহিত্র রায় সরকার। আজ সকালে এক পথ দুর্ঘটনায় মৃত‍্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া দিনহাটা জুড়ে।



এইতো কিছুদিন আগে দিনহাটা শহরের শহীদ হেমন্ত বসু কর্নারে সাংবাদিকদের মিলন উৎসবে শিল্পীকে সম্মানিত করা হয়। তার মৃত‍্যু শোক প্রকাশ করেছে দিনহাটা প্রেস ক্লাব।



জানা যায় এদিন সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে বেড়িয়েছিলেন তিনি। যাচ্ছিলেন ভেটাগুড়ি। কিন্তু যাওয়ার পথেই একটি বাইক তাঁকে পিছোন থেকে ধাক্কা মারে। সাইকেল থেকে ছিটকে পড়ে যান তিনি। গুরুতর অবস্থায় হাসপাতাল নিয়ে যাওয়া হলে মৃত‍্যু হয় তাঁর। মৃত‍্যু কালে তার বয়স হয়েছিল ৫৮। তার আকস্মিক মৃত‍্যুতে শোকের ছায়া দিনহাটার শিল্পী মহলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code