আটক কুখ্যাত মহিলা ড্রাগস পাচারকারী

ড্রাগস পাচারকারী



রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল : কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি এলাকার প্রখ্যাত ড্রাগস পাচারকারী ময়না ফের পুলিশের জালে ধরা পড়লো। 

নিয়মতপুর ফাঁড়ির পুলিশ শুক্রবার রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে নিয়ামতপুর ফাঁড়ির ভারপ্রাপ্ত অধিকারিক অমিত হালদার এর নেতৃত্বে ইস্কোরোড এর বাড়ি থেকে প্রায় ৪০ গ্রাম ড্রাগস উদ্ধার করেন যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকার ওপর। 

পাশাপাশি কুখ্যাত মহিলা ড্রাগস পাচারকারী মহিলাকেও গ্রেফতার করে পুলিশ। তাকে আজ আসানসোল আদালতে পাঠানো হয়। 

পুলিশ তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নেবে বলে সূত্রের খবর।