আজ থেকে শুরু হলো বুস্টার ডোজ ভ্যাকসিন (Booster Dose Vaccine)। মূলত Front Line worker রা এই ভ্যাকসিন পাচ্ছেন।
যে সমস্ত সরকারি কর্মচারি, শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী গত বিধানসভা ভোটের আগে বা পরে ভোটকর্মী হিসাবে করোনা ভ্যাক্সিনেশন পেয়েছিলেন ' Front Line Warrior' হিসাবে , তারা এখন সকলেই প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ পাবেন । কো-উইন অ্যাপে তাদের নামের পাশে 'FLW' দেখাচ্ছে ।
তবে দ্বিতীয় ডোজের পর কমপক্ষে 39 সপ্তাহ পর থেকে তার Precaution Dose নেবার ডিউ ডেট দেখাবে । ঐ তারিখের পরই ভ্যাক্সিন পাওয়া যাবে । এর জন্য নতুন করে কোন রেজিস্ট্রেশন করতে হচ্ছে না ।
Book Your Slot এই লিঙ্কে ক্লিক করে বুক করতে পারবেন স্লট।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊