Latest News

6/recent/ticker-posts

Ad Code

'আমার দরজায় খিল' কেন লিখলেন ইমন চক্রবর্তী

'আমার দরজায় খিল' কেন লিখলেন ইমন চক্রবর্তী

Iman




করোনার ভয়াল প্রকোপ রাজ‍্যজুড়ে‌। সংক্রমিত হচ্ছেন একের পর এক তারকা। এই আবহে দরজায় খিল দিতে হল ইমন চক্রবর্তীকেও। আসলে তিনিও করোনা আক্রান্ত। করোনা আক্রান্তের খবর তিনি নিজেই সোশ‍্যাল মিডিয়ায় জানিয়েছেন।



জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী এদিন সোশ‍্যাল মিডিয়ায় লেখেন "আমার দরজায় খিল " কোভিড ইতিবাচক পরীক্ষা হয়েছে।




জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর কণ্ঠে ‘তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর’ গানটি জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছেছিল। সেই গানের দুই লাইন "আমার দরজায় খিল আমার দারুন জ্বর" র মধ‍্য দিয়ে করোনা আক্রান্তের খবর জানালেন তিনি।




ইমনের স্বামী সঙ্গীত পরিচালক নীলাঞ্জন আগেই আক্রান্ত হয়েছেন, জ্বর ছিল তাঁর। ইমন আগে টেস্ট করলে তা নেগেটিভ আসে। ফের উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।




ইতিমধ্যেই দেব, মিমি চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুক্মিনী মৈত্র, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, বনি, কৌশানি, ঋদ্ধি সেন থেকে শুরু করে রুদ্রনীল ঘোষ, পার্ণো মিত্র, অনুভব কাঞ্জিলালের মতো তারকারা করোনা আক্রান্ত হয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code