Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bikaner Express: আহতদের খোঁজ নিতে উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী

Bikaner Express


ময়নাগুড়ি: ট্রেন দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে শুক্রবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনার খবরে মর্মাহত মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাথে করোনা নিয়ে ভার্চুয়াল মিটিং চলাকালীন উদ্ধারকাজে তদারকির নির্দেশ দিয়েছেন আধিকারিকদের।

বৃহস্পতিবার ৫ টা নাগাদ ময়নাগুড়ির দোমোহানি দিয়ে যাচ্ছিল ১৫৩৬৬ আপ বিকানের এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। জানা গিয়েছে, ৪০ কিলোমিটার বেগে যাচ্ছিল গাড়িটি। আচমকাই লাইনচ্যুত হয় ট্রেনটির চারটি বগি। তিনটি বগি একেবারে উলটে যায়। একটি বগির উপর উঠে যায় আরেকটি। শোনা যাচ্ছে, জলে পড়ে গিয়েছে একটি বগি। ক্ষতিগ্রস্ত হয়েছে মোট ১২ টি কামরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়।




রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) Bikaner-Guwahati Express রেলদুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের আর্থিক ক্ষতিপূরণের কথা জানিয়েছেন। দুর্ঘটনায় মৃতের পরিবারকে ৫ লাখ টাকা, গুরুতর আহতদের ১ লাখ এবং কম আহতদের ২০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের কথা তিনি জানিয়েছেন।


এদিকে দুর্ঘটনার (Bikaner-Guwahati Express) খবরে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code