অভিনয়ে কামব্যাক করছেন বাবুল সুপ্রিয়!

babul supriyo


সংগীত শিল্পী থেকে রাজনৈতিক নেতা হয়েছেন বাবুল সুপ্রিয় (babul supriyo)। তাঁর বর্ণময় ব্যক্তিগত জীবন, এবার একেবারে অন্য অবতারে ধরা দিতে চলেছেন তিনি। তরুণ মজুমদারের 'চাঁদের বাড়ি' ছবিতে একটি বিশেষ চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্তর  বিপরীতে অভিনয় করেছিলেন তিনি, তবে এই প্রথম ছোটপর্দায় অভিনয় করবেন তিনি। 


একটি ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। সূত্রের খবর, এই সপ্তাহের শুরুতেই লুক টেস্ট হয়েছে বাবুলের। পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তী তাঁর আগামী ধারাবাহিকের মুখ্য চরিত্রের জন্য বেছে নিয়েছেন বাবুলকে। তবে এই ব্যাপারে মুখ খুলতে নারাজ রাজ ও বাবুল দুজনেই। 


শোনা যাচ্ছে ছোটপর্দার জনপ্রিয় নায়িকা দেবচন্দ্রিমা সিংহ রায়ের বিপরীতে দেখা যাবে বাবুলকে। 'সাঁঝের বাতি' ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল এই অভিনেতাকে। অসমবয়সী প্রেমের গল্প নিয়েই তৈরি রাজের ধারাবাহিকের চিত্রনাট্য।