প্রথম শ্রেণি থেকে কলেজ পড়ুয়া ছাত্রদের জন্য, আদিত্য বিড়লা ক্যাপিটাল নিয়ে এলো কোভিড স্কলারশিপ প্রোগ্রাম ।
যে সকল ছাত্রছাত্রী কোভিড-১৯ এর কারণে অভিভাবককে হারিয়েছেন তাঁদের পড়াশোনা যাতে বন্ধ হয়ে না যায় সেই উদ্দ্যেশ্যে এগিয়ে এলো আদিত্য বিড়লা ক্যাপিটাল । প্রথম শ্রেণি থেকে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য কোভিড স্কলারশিপ প্রোগ্রাম শুরু করেছে।
আদিত্য বিড়লা ক্যাপিটাল কোভিড স্কলারশিপ প্রোগ্রাম
যোগ্যতা: ক্লাস 1 থেকে স্নাতক কোর্সের ছাত্র, যারা কোভিড -19 এর কারণে তাদের পিতামাতাকে হারিয়েছে।
অনুদানঃ
এককালীন 24,000 টাকা প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের জন্য।
এককালীন 30,000 টাকা পর্যন্ত নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রদের জন্য ।
এককালীন 60,000 টাকা পর্যন্ত কলেজ ছাত্রদের জন্য।
আবেদনের শেষ তারিখ: 31 জানুয়ারী , 2022
আবেদন জানাতে হবে অনলাইনে- URL: www.b4s.in/a/ABCC1
Contact
In case of any queries, please reach out to:
Toll Free Number: 011-430-92248 (Ext- 268) (Monday to Friday - 10:00AM to 6PM)
e-Mail: adityabirlacapital@buddy4study.com
9 মন্তব্যসমূহ
😊😊
উত্তরমুছুনখুব উপকার হবে ওদের
উত্তরমুছুনখুব উপকার হবে
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news for all
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনgood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊