BIG BREAKING NEWS: প্রাইমারি প্রার্থীদের জন্য সুখবর, প্রকাশিত হল তালিকা ও ইন্টারভিউয়ের তারিখ
২০১৪ সালের প্রাথমিক টেট প্রার্থীদের জন্য সুখবর। আজ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে ২০১৪ সালের প্রাথমিক টেটের ৭৩৮টি শূন্যপদের তালিকা প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভুল প্রশ্ন সংক্রান্ত মামলায় যে ছয়টি প্রশ্ন পরীক্ষায় ভুল ছিল তাতে হাইকোর্টের নির্দেশ মত নম্বর দিয়ে ৭৩৮ জনের উত্তীর্ণ তালিকা প্রকাশ হল। সেই তালিকায় স্ক্রুটিনি/ ভেরিফিকেশন ও ইন্টারভিউয়ের জন্য তারিখ দেওয়া হয়েছে। যা ২২শে ডিসেম্বর থেকে ২৮শে ডিসেম্বর ২০২১ পর্যন্ত চলবে। আরও পড়ুনঃ নিজেই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক (Aadhaar Link) করুন বাড়িতে বসেই
সম্পূর্ণ তালিকা দেখতে নজর দিন- CLICK HERE
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আইডি প্রুফ, কোর্ট অর্ডার ও টেট অ্যাডমিড কার্ড লাগবে ভেরিফিকেশনে। আরও পড়ুনঃ এবার দুয়ারে সরকার ক্যাম্পে মিলবে চাকরীর দিশা, তৈরি হয়েছে 'আমার কর্মদিশা' Amar Karmadisha-এখনি রেজিস্ট্রেশন করুন
প্রসঙ্গত, ২০১৪ সালের প্রাথমিক টেট পরীক্ষায় ছয়টি প্রশ্ন ভুল ছিল। পরীক্ষার্থীদের একাংশ সেই পরীক্ষায় ভুল নম্বর থাকা প্রশ্নে ৬ নম্বর পেলে সফলভাবে উত্তীর্ণ হবে বলে দাবি জানায়। এরপর, কোর্ট সেই নম্বর খতিয়ে দেখার নির্দেশ দেয়।এরপর আজ রিট পিটিশন দাখিল করা সেই ৭৩৮ জন পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করল বোর্ড।
7 মন্তব্যসমূহ
Good news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনWow good news
উত্তরমুছুন🤣 কোন 2014 আর কোন 2021 বা 22 ।।
উত্তরমুছুনঅবস্থা
Good news
উত্তরমুছুনGood news 🗞️
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊