রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের

রেশন দোকান



কোচবিহার (তুফানগঞ্জ )-রেশনে কম সামগ্রী দেওয়া হচ্ছে, এই অভিযোগে গ্রাহকরা আজ বিক্ষোভ দেখালেন দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকার একটি রেশনের দোকানে। 

আজ সকালে রেশন দোকানের শাটার নামিয়ে বিক্ষোভ দেখান গ্রাহকরা। অভিযোগ রেশন দোকানে লিংক হচ্ছে না পাশাপাশি গ্রাহকরা দু মাস থেকে সঠিক পরিমানে রেশন সামগ্রীও পাচ্ছেন না।

বর্তমানে দরিদ্র মানুষদের জন্য রেশন সামগ্রীর পরিমাণ বাড়ানো হয়েছে। এর ফলে সংসার চালাতে গিয়ে সমস্যার সুরাহা হয়েছে অনেকটাই। কিন্তু বৈধ রেশন কার্ড থাকা সত্ত্বেও ডিলার ওই এলাকার বাসিন্দাদের ঠিকমত দিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। 

তাদের অভিযোগ, যতবারই রেশন আনার জন্য যাওয়া হচ্ছে ডিলার তাদের ফিরিয়ে দিচ্ছেন। বলা হচ্ছে রেশনের সামগ্রী নেই। এ নিয়ে ডিলারকে একাধিকবার বলেও কোন কাজ না হওয়ায় অবশেষে গ্রামবাসীরা ডিলারকে ঘিরে বিক্ষোভ করেন।