সার বিক্রিতে কালোবাজারি, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কৃষকদের

farmer



ময়নাগুড়িঃ বৃহস্পতিবার ময়নাগুড়ির নতুনবাজার এলাকায় সার বিক্রিতে কালোবাজারির অভিযোগ তুলে ময়নাগুড়ি থেকে কোচবিহার গামী ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষকরা। জানা গেছে, এদিন ময়নাগুড়ির শহীদগড় স্কুল পাড়ার এক সারের দোকানে আলু জমির প্রয়োজনীয় সার নিতে লাইনে দাঁড়িয়ে থাকে বহু কৃষক। পরে সেই দোকান থেকে সার না মেলায় ক্ষিপ্ত হয়ে নতুনবাজার এলাকায় পথ অবরোধ শুরু করেন তারা।

তাদের অভিযোগ, ময়নাগুড়িতে আলু চাষের জন্য প্রয়োজনীয় সার ঢুকলেও পাওয়া যাচ্ছে না। এমনকি আসল দামের থেকে তিনগুণ বেশি দাম নিচ্ছে সার বিক্রেতারা।

এদিনের ঘটনায় অবরুদ্ধ হয়ে পড়ে গোটা জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠিয়ে নেয় অবরোধকারীরা।