ট্রাক ও ডাম্পারের সংঘর্ষে মৃত এক, আহত তিন

ট্রাক ও ডাম্পার




রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: আবারও বেপরোয়া ভাবে গাড়ি চালানোর ঘটনায় ঘটলো দুর্ঘটনা। জানা গেছে বুধবার ভোর রাতে রানিগঞ্জের ৬০ নম্বর জাতীয় সড়কের অমৃত কুঞ্জ আশ্রমের কাছে ঘটে এই সড়ক দুর্ঘটনা। আর এঘটনায় গুরুতর আহত হয়েছে চারজন।




সূত্রের খবর বুধবার ভোর সাড়ে ৪ টে নাগাদ জামুড়িয়ার চকদোলা থেকে বাঁকুড়া মেজিয়ায় ইট বোঝাই একটি ট্রাক্টর যাচ্ছিল। সেই সময়ে ওভারটেক করতে গিয়ে পাশে চলে আসা একটি ডাম্পারের সাথে তার সংঘর্ষ হয়। আর সেই দুর্ঘটনার জেরে গুরুতর আহত হয় ওই ট্রাকের চার জন।




এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ির পুলিশ। তারাই ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে। এদিকে শেষ খবর পাওয়া অবধি এঘটনায় মৃত্যু হয়েছে এক জনের। পাশাপাশি আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে তিন জন।




এদিকে এই দুর্ঘটনার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। যদিও পুলিশের সাহায্যে দ্রুত স্বাভাবিক হয় পরিস্থিতি। এদিকে এ ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে যায়।