আসানসোল স্টেশনে চারজন নাবালিকা ও দুজন যুবতীকে চলতি ট্রেন থেকে উদ্ধার করলো RPF
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:-আসানসোল স্টেশনে চারজন নাবালিকা ও দুজন যুবতীকে চলতি ট্রেন থেকে উদ্ধার করলো RPF বাহিনী। মঙ্গলবার শিয়ালদহ থেকে সম্পর্ক ক্রান্তি ট্রেনে দিল্লি নিয়ে যাওয়ার পথে D3 কামরা থেকে তাদের উদ্ধার করা হয়।
এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে RPF।জানা গিয়েছে কাজ দেওয়ার নামে উত্তর ২৪ পরগনার সন্তোষপুর এলাকা থেকে ৪ নাবালিকা ও ২ যুবতীকে নিয়ে যাওয়া হচ্ছিল নিউ দিল্লির কোন জায়গায়। কিন্তু এই নাবালিকারা তাদের সঙ্গে থাকা ওই ব্যক্তির ফোনের কথোপকথনের মাধ্যমে বুঝতে পারে যে তাদের অন্য উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে।
ট্রেনের যাত্রীরা এই বিষয়টি বুঝতে পেরে RPF কে খবর দেয়।এরপর আসানসোল রেল ডিভিশনের আর পি এফের কাছে খবর যায়। খবর পেয়ে তারা আসানসোল স্টেশনে ওই ট্রেন থেকে চারজন নাবালিকা ও দু'জন যুবতীকে উদ্ধার করে। তাদের সঙ্গে থাকা অভিযুক্তকেও আটক করা হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে RPF এর আসানসোল ডিভিশনের চিফ সিকিউরিটি কমিশনার চন্দ্রকান্তা মিশ্র জানিয়েছেন তারা প্রাথমিকভাবে ঘটনাটি হিউম্যান ট্রাফিকিং এর ঘটনা বলেই মনে করছেন ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊