ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, আভাস মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের
ফের বন্ধ হতে পারে স্কুল-কলেজ, আভাস মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে ওমিক্রন নিয়ে উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি পর্যালোচনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সংক্রমণ বাড়লে ফের স্কুল-কলেজ বন্ধের পথে হাঁটতে হবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে শিক্ষা সচিবকে তিনি বলেন, “সারা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে। সুতরাং এই সময়টা স্কুল কলেজ খোলা রাখা থাকবে কি না, তা দেখতে হবে। দেখতে হবে যাতে কোভিড বিধি মানতে হয়।’’
মুখ্যমন্ত্রী জানান, “প্রয়োজনে ৫০% ওয়ার্ক ফ্রম হোম (Work From Home)। ৩ জানুয়ারি থেকে কোভিড বিধি পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে ৩ জানুয়ারি থেকে প্রয়োজনে কলকাতায় ওয়ার্ড ভিত্তিক কনটেনমেন্ট জোন। করোনা বাড়ছে, ওমিক্রন বেশি করে ছড়াচ্ছে। যাবতীয় সতর্কতা মানতে হবে, কোভিড বিধি পালন করতে হবে।’’ আরও পড়ুনঃ PM Kisan Samman Nidhi- নিয়ে বড় ঘোষণা, কবে ঢুকবে দশম কিস্তির টাকা জেনেনিন
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্য বাড়ছে ওমিক্রণ। রাজ্যের তরফে মোট ১০৭ জনের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে পাঁচজনের নমুনায় ওমিক্রন ধরা পড়েছে। রাজ্যে এই নিয়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১।
9 মন্তব্যসমূহ
🙄🙄
উত্তরমুছুনSabar age sikkha bondho 🤣🤣🤣
উত্তরমুছুনসব কিছু যদি চলতে পারে তাহলে স্কুল কলেজ কেনো আগেই বন্ধ হবে
উত্তরমুছুন🙄
উত্তরমুছুনআমাদের রাজ্যের এই অসভ্য নোংরামি টা এবার বন্ধ হওয়া উচিত।
উত্তরমুছুনছাত্র ছাত্রীদের জীবন ভীষণ অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে ।
উত্তরমুছুনImportant news
উত্তরমুছুনBar bar school tai off hobe
উত্তরমুছুনAmader vobit sot ondhokar 😩😵😥
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊