সরস্বতী পূজা ২০২২ / ১৪২৮ – Saraswati Puja 2022

সরস্বতী পূজা ২০২২ / ১৪২৮ – Saraswati Puja 2022



বেদে দেবী সরস্বতীকে জ্যতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী হিসাবে মানা হয়। আর্যরা ব্রহ্মাবর্তে যে উপনিবেশ স্থাপন করেছিলেন সেখানকার মূল নদীটির নামও ছিলো সরস্বতী। নদীরূপে দেবী সরস্বতী দেশকে উর্বরা করতেন, জলকে পবিত্র করতেন। এমনকি দেশে অর্থ-সম্পদ আসতো এই দেবীর কৃপাতেই। বেদে কিন্তু দেবী সরস্বতীকে বাগদেবী হিসাবে পাওয়া যায়নি। 

কিন্তু ব্রাহ্মণে এবং মহাভারতে উলেখ আছে যে এই সরস্বতী নদী তীরেই ঋষিদের বসস্থান ছিলো। প্রতিটাদিন এই নদীতীরে বেদধ্বনি করা হতো বলে এই স্থানকে  বাগদেবীর বাসস্থান বলে অভিহিত করা হতো। পূর্বে তাই  বাগদেবীকে বোঝাতে সরস্বতী নদীর অধিষ্ঠাত্রী দেবীকেও বোঝাত। 


মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী  বা সরস্বতী পুজো হয়। বর্তমানে সমস্ত বিদ্যার দেবীরূপে দেবী সরস্বতীর পূজা-অর্চনা করা হয়। সকাল থেকেই উপোস থেকে সকলে বাগ্দে‌বীর উদ্দেশ্যে অঞ্জলি দেন। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে।  আরও পড়ুনঃ New Year 2022 ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা , Digital Greetings free download 

এই বছরের সরস্বতী পুজোর আর বেশি দেরি নেই। জেনে নিন, বসন্ত পঞ্চমীর দিন ও শুভ তিথি কবে পড়েছে।


সরস্বতী পূজা ২০২২ / ১৪২৮ – Saraswati Puja 2022

আগামী বাংলা ২২শে মাঘ, ১৪২৮ এবং ইংরেজী ৫ই ফেব্রুয়ারী, ২০২২ তারিখ শনিবার সকাল ৭ টা বেজে ৭ মিনিটে শুরু হবে শ্রীপঞ্চমী তিথি এবং শেষ হবে বাংলা ২৩শে মাঘ, ১৪২৮ এবং ইংরেজী ৬ই ফেব্রুয়ারী, ২০২২ তারিখ রবিবার সকাল ৭ টা বেজে ৯ মিনিটে।  আরও পড়ুনঃ Happy New Year Offer গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে এল Jio