এবার থেকে অনলাইনে (Online) দেওয়া যাবে জমির খাজনা (Land tax) জেনে নিন কীভাবে 

banglarbhumi.gov.in


নবান্ন সূত্রে জানা যাচ্ছে, এবার থেকে অনলাইনে জমির খাজনা দেওয়া যাবে নতুন বছরের প্রথম থেকে। এই ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই পরীক্ষামূকভাবে এই ব্যবস্থা চালু করা হয়েছে বিভিন্ন জেলার একাধিক ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিসে। তবে সর্বসাধারণের জন্য এই ব্যবস্থা চালু করার জন্য কর্মীদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে সরকার বলে খবর। জেলায় জেলায় যে সমস্ত মাস্টার ট্রেনার রয়েছে তাদের এবিষয়ে প্রশিক্ষণ দিয়েছে রাজ্য।  আরও পড়ুনঃ New Year 2022 ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা , Digital Greetings free download 

ইতিমধ্যেই বিভিন্ন সরকারি পরিষেবার সুবিধা বাংলার ভূমি ওয়েবসাইট থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে। অনলাইনে জমির রেকর্ড, মিউটেশন, কনভার্সনের জন্য আবেদন প্রভৃতি ব্যবস্থা অনলাইনে করা হয়েছে। আরও একধাপ এগিয়ে অকৃষি জমির খাজনা দেওয়ার ব্যবস্থা অনলাইনে করার ফলে বাড়ি এবং বিদেশে থাকা মানুষ বেশ উপকৃত হবেন বলেই আশা করছে সরকার। আরও পড়ুনঃ সরস্বতী পূজা ২০২২,  তিথি-সময় নির্ঘন্ট জেনে নিন 


অনলাইনে  জমির খাজনা দেওয়ার জন্য প্রথমে ‘বাংলার ভূমি’ পোর্টালে যেতে হবে। সেখানে সিটিজেন সার্ভিস (Citizen Service) অপশনে গিয়ে নিজের মোবাইল নাম্বার দিয়ে রিজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। 

লগ ইন করবার পর জমির মৌজা, দাগ ও খতিয়ান নম্বর দিয়ে খাজনা সংক্রান্ত তথ্য জানতে পারবেন। সেখানে গিয়ে অতি সহজেই আপনার জমির বকেয়া খাজনা মেটাতে পারবেন।  আরও পড়ুনঃ Happy New Year Offer গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে এল Jio