SAHITYA AKADEMI AWARD 2021



Sahitya Akademi Award

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কারের (Sahitya Akademi Award) জন্য মনোনীত হলেন ব্রাত্য বসু (Bratya Basu), সাঁওতালি ভাষার বিশিষ্ট লেখক নিরঞ্জন হাঁসদা সহ আরও অনেকে। 'অন্যান্য় নাটক এবং মীরজাফর'-এর জন্য এ বছর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 

সাঁওতালি ভাষার বিশিষ্ট লেখক নিরঞ্জন হাঁসদা তাঁর ছোট গল্প মানে রেনে অরং এর জন্য এবছর  সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন। 

জানা গিয়েছে বাংলার পাশাপাশি দেশের আরও ২০টি ভাষায় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার (Sahitya Akademi Award-2021) দেওয়া হবে। 


ভারতে জাতীয় সারস্বত প্রতিষ্ঠান সাহিত্য অকাদেমী কর্তৃক ১৯৫৪ সাল থেকে ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত অসামান্য সাহিত্যকীর্তিগুলির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। সাহিত্য অ্যাকাডেমি ফেলোশিপের পর সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মাননা।

দেখে নিন এবছর কারা কারা পাচ্ছেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার-

SAHITYA AKADEMI AWARD 2021

Language

Title And Genre

Name Of The Author

Assamese

Iyat Ekhan Aaronya Asil (Novel)

Anuradha Sharma Pujari

 

Bengali

Mirjafar O Ananya Natak (Play)

Bratya Basu

 

Bodo

Khoro  Sayao Arw Himalay (Poetry)

Mwdai Gahai

 

Dogri

Name Tunnel (Short Stories)

Raj Rahi

 

English

Things To Leave Behind (Novel)

Namita Gokhale

Hindi

Samrat Ashok (Play)

Daya Prakash Sinha

Kannada

Gandhi Kathana (Biography)

D.S.Nagabhushana

Kashmiri

Tawazun (Criticism)

Wali Mohd. Aseer Kashtawari

Konkani

Raktachandan (Poetry)

Sanjiv Verenkoor

Malayalam

Hrudayaragangal (Autobiography)

George Onakkor

Marathi

Baluchya Awasthantarachi Diary (Short Stories)

Kiran Gurav

Nepali

Uusha Anirudha (Epic Poetry)

Chhabilal Upaadhyaya

Odia

Sarijaithiba Apera (Poetry)

Hrushikesh Mallick

Punjabi

Sullan Da Salan (Short Stories)

Khalid Hussain

Rajasthani

Mugtee (Poetry)

Meethesh Nirmohi

Sanskrit

Srijati Shankhanadam Kil, Kavita (Poetry)

Vindeshwariprasad Mishr ‘Vinay’

Santali

Mane Rena Arhang (Short Stories)

Niranjan Hansda

Sindhi

Nena Nindakhra (Poetry)

Arjun Chawla

Tamil

Civappuk Kazuttu Tan Oru Paccaip Paravai (Short Stories)

Ambai

Telugu

Vallannkitaalam (Poetry)

Gurati Venkanna