Nora Fatehi: এবার করোনা আক্রান্ত নোরা

Nora Fatehi



মুম্বাইয়ে হঠাৎ করেই কোভিড-১৯-এর ঘটনা বৃদ্ধি পেয়েছে। অনেক সেলিব্রেটিই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন , এবার সেই তালিকায় যুক্ত হলেইন বলিউডের হার্ট থ্রাব নোরা ফাতেহি।


নোরা ফাতেহির পক্ষ থেকে তার মুখপাত্র জানিয়েছেন যে নোরা ফাতেহি 28 ডিসেম্বর কোভিড -19 এর টেস্টে পজিটিভ ধরা পরেছেন৷ প্রোটোকল মেনে, নোরাকে কোয়ারেন্টাইন করা হয়েছে৷ তারপর থেকে ডাক্তারের পর্যবেক্ষণ এবং নিরাপত্তা ও প্রবিধানের জন্য BMC এর সাথে সহযোগিতা করছে।

Nora Fatehi


সম্প্রতি নোরার একটি অনুষ্ঠানে যাওয়ার কয়েকটি ছবি ঘুরপাক খাচ্ছিল নেটমাধ্যমে। সেই ছবিগুলি যে আসলে পুরনো, সে কথাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সেই বিবৃতিতে। জানানো হয়েছে, বিগত কয়েক দিন সম্পূর্ণ ভাবে বাড়িতেই ছিলেন অভিনেত্রী।