অবশেষে ধরা পড়লো সেই রাজমিস্ত্রি ও দুই বৌ (house wife)
রামকৃষ্ণ চ্যাটার্জী: আসানসোল:- নিখোঁজ হওয়ার সাতদিন পর খোঁজ মিললো বালির দুই গৃহবধূ ও তাদের সাত বছরের ছেলে আয়ুসের। সূত্রের খবর এরা দুই রাজমিস্ত্রির সঙ্গে পালিয়েছিল মুর্শিদাবাদে বলে জানা যায়। কিন্তু এও জানা যায় যে তারা গিয়েছিলো মুম্বাই।
প্রসঙ্গত,হাওড়ার বালির নিশ্চিন্দা সাপুই পাড়ার বাসিন্দা। একই পরিবারের ওই দুই গৃহবধূ হুগলির শ্রীরামপুরে শীতের পোশাক কিনতে যাবে বলে বেরিয়েছিল তাদের সাত বছরের ছেলেকে নিয়ে। আর এর পর বাড়ি ফেরেনি তারা। দীর্ঘ সময় কেটে যাওয়ার পর না ফেরার খোঁজ খবর শুরু হয়। কিন্তু তাদের সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে দ্বারস্থ হয় নিশ্চিন্দা থানায়। আরও পড়ুনঃ মাত্র ৭ টাকা সঞ্চয়ে পেয়ে যান ৬০ হাজার টাকা, জেনে নিন এই দুর্দান্ত স্কিমের বিষয়ে
আর এর পরেই ওই দুই গৃহবধূর মোবাইলের সূত্র ধরে পুলিশ চালায় খোঁজ। সেই সময় অনন্যার কললিস্টে এক অচেনা নাম্বার দেখে সন্দেহ হয় পুলিশের। সেই নাম্বারের সূত্র ধরেই পুলিশ জানতে পারে সুভাষ নামের এক ব্যক্তির সঙ্গে নিখোঁজের দিন কথা হয় তাদের। এর পরেই পুলিশ সুভাষের বাড়ি যায় এবং সেখানে সুভাষের সন্ধান মেলেনি। Christmas Wishes এখনি Free Download করুন
প্রসঙ্গত কিছুদিন আগে কর্মকার বাড়ি সংস্কারে সুভাষ ও শেখর নামের দুই রাজমিস্ত্রি কাজ করছিলো। আর সেই সময়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে তাদের। কিন্তু ওই দুই গৃহবধূ ও তাদের সন্তানকে কোথায় রাখা হয়েছে তার সন্ধান চালায় পুলিশ।
অবশেষে হাওড়া থেকে পালিয়ে যাওয়া এক শিশু সহ দুই মহিলাকে আসানসোল স্টেশন থেকে উদ্ধার করলো হাওড়ার নিশ্চিন্দা থানার পুলিশ। জানা গিয়েছে গত ১৫ ই ডিসেম্বর এরা দুই রাজমিস্ত্রির সঙ্গে মুম্বাই পালিয়ে গিয়েছিলো।এরপর পরিবারের তরফে নিশ্চিন্দা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তদন্তে নেমে বুধবার নিশ্চিন্দা থানার পুলিশ এক শিশু সহ দুই মহিলাকে উদ্ধার করেছে। এর পাশাপাশি ওই দুই রাজমিস্ত্রিকেও উদ্ধার করে আসানসোল রেল পুলিশকে জানিয়ে তাদেরকে হাওড়া নিয়ে গেছে।
4 মন্তব্যসমূহ
🙄🙄🙄
উত্তরমুছুনSei khobor ..🤣🤣
উত্তরমুছুনGood news
উত্তরমুছুন😂
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊