christmas wishes, new christmas wishes , christmas wishes 2022, christmas wishes, christmas, christmas tree, বড়দিনের শুভেচ্ছা, যীশু,
একদিকে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রন-অন্যদিকে বড়দিনের শুভ মুহূর্ত। তাই স্বাস্থ্যবিধি মেনেই চলছে প্রস্তুতি। জারি হয়েছে লকডাউন। উৎসবে জমায়েত করা হয়েছে নিষিদ্ধ।
যীশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে আনন্দের দিন। এই দিন প্রভু যীশু মাতা মেরীর কোলে আবির্ভূত হন।
আদিযুগীয় খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে, এই তারিখের ঠিক নয় মাস পূর্বে মেরির গর্ভে প্রবেশ করেন যিশু। সম্ভবত, এই হিসাব অনুসারেই ২৫ ডিসেম্বর তারিখটিকে যিশুর জন্মতারিখ ধরা হয়।
প্রকৃতিগতভাবে একটি খ্রিষ্টীয় ধর্মানুষ্ঠান হওয়া সত্ত্বেও, একাধিক অ-খ্রিষ্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করে।
উপহার প্রদান, সংগীত, বড়দিনের কার্ড বিনিময়, গির্জায় ধর্মোপাসনা, ভোজ, এবং বড়দিনের বৃক্ষ, আলোকসজ্জা, মালা, মিসলটো, যিশুর জন্মদৃশ্য, এবং হলি সমন্বিত এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসব উদযাপনের অঙ্গ।
কিন্তু এবছর আর সব বছরের থেকে আলাদা, তাই আসুন Digital Greetings পাঠাই প্রিয়জনদের। xmas এর আনন্দ ভাগ করে নেই Facebook, Whatsapp, Twitter, Instagram এ।
Digital Greetings গুলো free download করুন আর প্রিয়জনদের আজই পাঠিয়ে দিন।
বড়দিনের অগ্রিম শুভেচ্ছা
উত্তরমুছুনবড়ো দিন এর শুভেচ্ছা
উত্তরমুছুনরড়দিনের শুভেচ্ছা
উত্তরমুছুনAdvance meri Christmas
উত্তরমুছুনবড়ো দিনের শুভচ্ছা
উত্তরমুছুনবড় দিনের শুভেচ্ছা
উত্তরমুছুনবড়ো দিন এর শুভেচ্ছা
উত্তরমুছুনMerry Christmas in advance
উত্তরমুছুনবড়দিনের শুভেচ্ছা
উত্তরমুছুন👍👍👍
উত্তরমুছুনবড়োদিনের শুভেচ্ছা
উত্তরমুছুনMerry christmas ☃️🎄
উত্তরমুছুনবড়ো দিন এর শুভেচ্ছা
উত্তরমুছুনMerry Christmas 🎄🎄
উত্তরমুছুনMerry Christmas ⛄🌲
উত্তরমুছুন