Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাত পোহালেই বড়দিন, চলছে পুলিশের কড়া নজরদারি

রাত পোহালেই বড়দিন, চলছে পুলিশের কড়া নজরদারি

christmas


রামকৃষ্ণ চ্যাটার্জী: কুলটি:-

এক দিকে করোনার নতুন স্ট্রেন অমিক্রনের চোখ রাঙানি তার পর সামনেই নতুন বছরের হাতছানি।আর রাত পোহালে ২৫শে ডিসেম্বর বড়দিন।

এর পরেই আসছে নতুন বছর, শিল্পাঞ্চল জুড়ে ভিন রাজ্য থেকে ভিন জেলার পর্যটকদের পশ্চিম বর্ধমানে আনাগোনা বাড়বে। স্বাভাবিক ভাবেই শিল্পাঞ্চলের সীমান্ত এলাকা গুলিতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।

বাংলা ঝাড়খন্ড সীমান্ত ডুবুড়ি চেক পোস্টে পুলিসি তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।বিভিন্ন গাড়ি দাঁড় করিয়ে চলছে চেকিং। গাড়ির ডিকি খুলে চালানো হচ্ছে তল্লাশি।এদিন কুলটি ট্রাফিক ইনচার্জ ইমতাজুল হক ও ট্রাফিক পুলিশের বাকি আধিকারিকরা মিলে বিভিন্ন গাড়ি থামিয়ে তল্লাশি চালায়।

এই প্রসঙ্গে ডিসিপি অভিষেক মোদি জনান ওয়েস্টজোন এলাকায় যেসব পিকনিক স্পট আছে তাতে পুলিশের কড়া নজরদারি থাকবে। সাথে   ড্রিংকিং ড্রাইভ অভিযান চালানো হবে এবং সীমান্ত লাগোয়া বর্ডার গুলিতে নাকা তল্লাশি করা হবে। তার সাথে আগত পর্যটকদের করোনা বিধিগুলি মেনে চলার জন্য আবেদন করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code