‘রক্তবীজ ২’ টিজার উন্মোচন: মিমি-নুসরত জুটির প্রত্যাবর্তনে উন্মাদনা
কলকাতা, ২৩শে জুলাই, ২০২৫: নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ ২’ (Raktabeej2)-এর পয়লা ঝলক প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। বুধবার সকাল থেকেই ইউটিউব, ইনস্টাগ্রাম-সহ সমস্ত সোশ্যাল মিডিয়া উইন্ডোজ-এর দখলে নিয়ে নিয়েছে এই ছবির টিজার। ‘রক্তবীজ’ সিক্যুয়েল যে আসন্ন দুর্গাপূজার বক্স অফিসে রেকর্ড গড়তে চলেছে, তা দর্শক-অনুরাগীদের বিপুল উন্মাদনা দেখেই স্পষ্ট।
‘রক্তবীজ ২’(Raktabeej2)-এর টিজার একাধিক চমক নিয়ে হাজির হয়েছে। ছবিতে তদন্তকারী অফিসার ‘পঙ্কজ সিংহে’র চরিত্রে দেখা যাচ্ছে আবির চট্টোপাধ্যায়কে। অন্যদিকে, পুলিশ অফিসার ‘সংযুক্তা’র চরিত্রে মিমি চক্রবর্তীকে সন্ত্রাসবাদী ধরার ফাঁকে থাইল্যান্ডের সৈকতে বিকিনি বিলাসে দেখা গেছে, যা ইতিমধ্যেই নেটপাড়ায় আলোচনার বিষয়। ‘আইটেম গার্ল’ হিসেবে নুসরত জাহানের উপস্থিতি, ‘আয়েষা’ চরিত্রে কৌশানী মুখোপাধ্যায় এবং ‘ভিলেন’ রূপে অঙ্কুশ হাজরার ঝলক টিজারে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। টলিপাড়ার ‘হিটমেশিন’ পরিচালকদ্বয় এই ছবিতে একঝাঁক তারকা নিয়ে এসেছেন, যা দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।
এই সিনেমার (Raktabeej2)সবচেয়ে বড় আকর্ষণগুলির মধ্যে একটি হল মিমি চক্রবর্তী এবং নুসরত জাহানের প্রায় পাঁচ বছর পর একফ্রেমে ফেরা। ‘বোনুয়া’ অনুরাগীদের জন্য এটি এক পরমপ্রাপ্তি, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। গুঞ্জন রয়েছে যে, এক দৃশ্যে পুলিশ অফিসার সংযুক্তা ওরফে মিমি চক্রবর্তী নুসরত জাহানের হাত ধরে তাঁকে কোনো এক বিপদসঙ্কুল পরিস্থিতি থেকে বাঁচাবেন। এই ‘লাখ টাকার সিকোয়েন্স’ দেখার অপেক্ষায় দর্শকরা অধীর আগ্রহে রয়েছেন।
মিমির বিকিনি লুক দেখে নেটপাড়ার মত, ‘বলিউডের যদি কিয়ারা আডবানি কিংবা দীপিকা পাড়ুকোন থাকে, তাহলে আমাদের একজন মিমি চক্রবর্তী রয়েছে।’ অন্যদিকে, নুসরত জাহানের একঝলকও অনুরাগীদের প্রত্যাশার পারদ চড়িয়েছে। এ প্রসঙ্গে উচ্ছ্বসিত নুসরতের মন্তব্য, “শুধুমাত্র একঝলক দেখেই দর্শকরা হতবাক হয়ে পড়েছেন। কিন্তু ‘পিকচার অভি বাকি হ্যায়’! বাকিটা দেখার জন্য দর্শকদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে আমরা এটুকু নিশ্চিত করে বলতে পারি যে এই অপেক্ষার পর দারুণ একটা সারপ্রাইজ পেতে চলেছেন তাঁরা। এর থেকে বেশি এখনই কিছু বলব না। আমি ভীষণ উচ্ছ্বসিত। এই দুর্গাপূজোয় উইন্ডোজ একটা দারুণ চমক নিয়ে আসতে চলেছে। আর ‘রক্তবীজ ২’-এর অংশ হতে পেরে আমি খুব খুশি। পুজোর পর্দায় বোমা ফাটবে!”
টিজার দেখেই সিনেমার জন্য দর্শকদের চাতকপাখির দশা। এই বিপুল উন্মাদনা দেখে এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে যে, সিনেমা মুক্তি পেলে দুর্গাপূজার বক্স অফিসে উইন্ডোজ আবারও একটি নতুন রেকর্ড গড়বে। ‘রক্তবীজ ২’ যে দর্শকদের মন জয় করে নেবে এবং বক্স অফিসে বড় সাফল্য পাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊