দেশে সিগারেট (cigarette) নিষিদ্ধ করবার পথে নিউজিল্যান্ড (New Zealand)

New Zealand smoking baned



দেশে সিগারেট নিষিদ্ধ করবার পথে নিউজিল্যান্ডে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এ নিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন নিউজিল্যান্ডের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আয়েশা ভিরেল। আর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাচ্ছেন নিউজিল্যান্ডের মানুষ।

আগামী প্রজন্মকে ধূমপান মুক্ত করতে সিগারেট নিষিদ্ধ হচ্ছে নিউজিল্যান্ডে। ২০২২ সালেই এটি আইনে পরিণত করতে চায় নিউজিল্যান্ড সরকার। আইনটি পাস হলে ১৪ বছর বা তার কম বয়সীরা কোনোভাবেই সিগারেট কেনার অনুমতি পাবে না। এমনকি ১৫ বছরের বেশি বয়সী ব্যক্তিরা প্রকাশ্যে কিনতে পারবেন না সিগারেট।

নিউজিল্যান্ডের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আয়েশা ভেরাল বলেন, তরুণরা যেন কখনোই ধূমপান না করে এটা নিশ্চিত করতে চাই। গড়তে চাই মাদকমুক্ত প্রজন্ম। এটি যে সব বয়সী মানুষের জন্যই অনিরাপদ সেটা শুধু বার্তার মাধ্যমেই নয়, আইনের মাধ্যমে নিশ্চিত করতে কাজ করছে সরকার।