Latest News

6/recent/ticker-posts

Ad Code

নাগাল্যান্ড কাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি মমতার

নাগাল্যান্ড কাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্তের দাবি মমতার 




শনিবার রাতে জঙ্গি দমন অভিযান চলাকালীন উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডে সেনাবাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে একাধিক গ্রামবাসীর। মর্মান্তিক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



সূত্রের খবর, অনুপ্রবেশ রুখতে অভিযান চালাতে গিয়ে মন জেলায় এই ঘটনা ঘটে। ১জন সেনাও মারা গেছেন বলে খবর। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে সেনাবাহিনী। তদন্তের আশ্বাস দিয়েছেন অমিত শাহও।



নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার ন্যায়বিচার দাবি করেছেন এবং পুরো বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। গভীর উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী।



তিনি লিখেছেন, “নাগাল্যান্ডের খবর অত্যন্ত উদ্বেগজনক। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের অবশ্যই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সকল ভুক্তভোগী যেন ন্যায়বিচার পান!”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code