New Year 2022, Mumbai, Red Alert,
নতুন বছরকে স্বাগত জানানোর মুহূর্তে হাই এলার্ট জারি হলো মুম্বাইয়ে। মুম্বইয়ে (Mumbai) হামলা চালাতে পারে খালিস্তানি জঙ্গিরা (Khalistani Terrorists)। গোয়েন্দা সংস্থার সতর্কবার্তার পরই হাই এলার্ট (High Alert) জারি করা হয়েছে । সতর্কবার্তা ঘিরে নড়েচড়ে বসেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)।
জানাযায়, কয়েকদিন আগেই গোয়েন্দা সংস্থার পক্ষথেকে মুম্বাইয়ে সম্ভাব্য হামলার বিষয়ে জানানো হয়। বর্ষবরণের রাতে এই হামলার সম্ভাবনার কথা জানবার পরই মুম্বাই পুলিশ একাধিক নিরাপত্তা জনিত ব্যবস্থা গ্রহণ করেছে।
- মুম্বইয়ের দাদর, বান্দ্রা, চার্চগেট, সিএসএমটি, কুরলা-সহ মুম্বইয়ের অন্যান্য বড় স্টেশনগুলিতে কঠোর নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।
- কুইক রিঅ্যাকশন টিম এবং বম্ব স্কোয়াডকে নববর্ষের প্রাক্কালে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। হোটেল, রেস্তরাঁ-সহ যে কোনও বন্ধ বা খোলা জায়গায় নববর্ষ উদযাপন এবং জমায়েত নিষিদ্ধ করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊