'নিখোঁজ সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সন্ধান চাই'

Locket Chatterjee




'নিখোঁজ সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সন্ধান চাই'। পাণ্ডুয়াজুড়ে হুগলি জেলা সাংসদ লকেট চট্টোপাধ‍্যায়ের নিখোঁজ পোস্টার ঘিরে চাঞ্চ‍ল‍্য। বিডিও অফিস, পঞ্চায়েত অফিস ও তেলিপাড়া মোড়-সহ বেশ কয়েকটি জায়গায় এই পোস্টার দেখা যায়।




পোস্টারে লেখা 'নিখোঁজ সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের (Locket Chatterjee) সন্ধান চাই'। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়ে সেবিষয়ে কোনোকিছু জানা যায়নি।




২০১৯ সালে হুগলি লোকসভায় তৃনমূলের রত্না দে নাগকে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন লকেট চট্টোপাধ্যায়। হুগলি লোকসভার সাতটি বিধানসভার মধ্যে পান্ডুয়া একটি। সেই পান্ডুয়া থেকেই এবার বিধানসভা নির্বাচনে নির্বাচিত হয়ে মন্ত্রী হয়েছেন রত্না দে নাগ।




ঘটনায় তৃণমূলের (TMC) পান্ডুয়া ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায়ের অভিযোগ, হুগলির সাংসদকে বহুদিন হুগলি জেলায় দেখা যায়নি। এই পোস্টটার আগেই মারা উচিত ছিল।




অন‍্যদিকে, হুগলি যবুমোর্চার সভপতি সুরেশ সাউ বলেন, সামনে পুরসভা নির্বাচন, তার আগে এই ধরনের পোস্টার আর মেরে তৃণমূল সুবিধা নেওয়ার চেষ্টা করছে। সাংসদ দেশের প্রতিনিধিত্ব করেন।'