প্রভু যিশুর জন্মদিন, সেজে উঠছে শহর, ভীড় জমছে দোকানে দোকানে
বড়দিনকে (Christmas Day) সামনে রেখে সাজছে শহর। তালমিলিয়ে বড় দিনের (Christmas Day) সাজ সরঞ্জাম কিনতে ব্যস্ত শহরবাসী।
দেদার বিক্রি হচ্ছে রকমারী কেক। 25শে ডিসেম্বর (25 December) বড় দিন। এই দিন প্রভু যিশুর জন্ম দিন (Jesus Birthday)।
এই দিনে সারা বিশ্ব নতুন উৎসবে মেতে ওঠে । উত্তরবঙ্গের সীমান্তবর্তী শহর জলপাইগুড়িতে তার ব্যতিক্রম নয়। এই উৎসবকে সামনে রেখে সেজে উঠছে শহর।
জলপাইগুড়ি পৌরসভা ও পর্যটন দপ্তরের উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় লাইটিং এর ব্যাবস্থা করা হয়েছে। বড়দিনকে সামনে রেখে বিক্রি হচ্ছে শান্তা ক্লস (santa claus) ,লাইট,ঝাউ গাছ ,শান্তা টুপি ,কালারিংমোম ইত্যাদি। বিক্রি হচ্ছে বেকারির তৈরি বিভিন্ন ধরনের কেক।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊