Digital Ration Card এর ক্যাটাগরি নিজেই পরিবর্তন করুন ১ মিনিটেই
আপনার Digital Ration কার্ডের ক্যাটাগরি ভুল এসেছে? সংশোধন করতে চান? খুব সহজে অনলাইনেই সংশোধন করে নিন ১ মিনিটেই।
নতুন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করে পেয়েছেন কার্ড, কিন্তু যদি সেখানে আপনার যে ক্যাটাগরি থাকার কথা তা না থাকে তাহলে কি করবেন?
খুব সহজে বাড়িতে বসেই বদলে ফেলুন Digital Ration Card এর ক্যাটাগরি। কীভাবে পরিবর্তন করবেন জেনে নিন-
প্রথমে নীচের দেওয়া লিঙ্কে ক্লিক করুন-
https://wbpds.wb.gov.in/(S(xcv3ww0moutaptmvdlba0znu))/Digitalportal/index.aspx
এই লিঙ্কে গিয়ে আপনার Digital Ration Card এ দেওয়া মোবাইল নাম্বারটি এন্ট্রি করুন এবং OTP দিয়ে সাবমিট করুন।
এবার সেই নাম্বারে যে যে Ration Card রয়েছে তা শো করবে।
Ration Card এর ক্যাটাগরি বদলানোর জন্য FORM -8 এ ক্লিক করুন। এখানে কিছু প্রশ্ন দেওয়া থাকবে সেখানে টিক মার্ক দিতে হবে (যা সঠিক সেখানে) ।
এভাবেই তথ্য দিয়ে আপনি আপনার কার্ডের সঠিক ক্যাটাগরির জন্য আবেদন জানাতে পারবেন।
আরও পড়ুনঃ New Year 2022 ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা , Digital Greetings free download
Good news
ReplyDeleteGood information
ReplyDeleteGood 😊
ReplyDeleteবাহ্
ReplyDeleteGood news
ReplyDeleteGood
ReplyDeleteGood
ReplyDeleteYou are not eligible for this facility এরকম লেখা আসছে কেন ?
ReplyDeleteGood
ReplyDelete