স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, দুবরাজপুরে





সেখ রিয়াজউদ্দিন, বীরভূম:- 


মানুষের দরজার কাছে সুচিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বীরভূম জেলার সিউড়ির "উপহার ওয়েলফেয়ার সোসাইটি" ও দুবরাজপুরের "সমব্যথী" নামক দুই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে। 




বুধবার দুবরাজপুর পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের স্থানীয় "দেশবন্ধু সংঘের"- পরিচালনায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠান শিবিরে সুগার, প্রেসার সহ বিভিন্ন ধরনের চিকিৎসা করা হয়। 



এদিন শিবিরে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে, বিশিষ্ট সমাজসেবী মানিক মুখার্জী সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। চিকিৎসক হিসেবে শিবির পরিচালনা করেন সিউড়ি সদর হাসপাতালের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য । শিবিরে সর্বমোট 62 জনের চিকিৎসা করা হয় এবং বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। 




বাড়ির সামনে চিকিৎসা শিবির হওয়ার ফলে বয়স্ক সহ অনেকেই আগ্রহ সহকারে শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান। দুয়ারে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দারা।