Latest News

6/recent/ticker-posts

Ad Code

Happy New Year Offer গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে এল Jio

Happy New Year Offer গ্রাহকদের জন্য ধামাকাদার অফার নিয়ে এল Jio 


Happy New Year Offer




২০২২ শুরু (Happy New Year Offer) হওয়ার ঠিক আগেই, গ্রাহকদের জন্য ধামাকাদার অফার (Dhamakedar Offer) নিয়ে এল জিও (Jio)। বর্তমান এই সময়ে সমস্ত টেলিকম সংস্থাগুলো নিজেদের রিচার্জ প্ল‍্যানের দাম বাড়িয়ে দিয়েছে। যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে বিভিন্ন সংস্থা সাধারণ গ্রাহকের কথা চিন্তা করে পরবর্তীতে আবার বেশ কিছু সস্তার রিচার্জ প্ল‍্যান নিয়ে এসেছে। যেখানে থাকছে আনলিমিটেড কলিং-র সুবিধার সঙ্গে ডেটা ব‍্যবহারের সুবিধাও।

সম্প্রতি Jio আগামি ২ রা জানুয়ারী পর্যন্ত  গ্রাহকদের জন্য Happy New Year Offer চালু করেছে। এক রিচার্জেই আপনি পেয়ে যাবেন ৩৬৫ দিনের ভ্যালিডিটি , সাথে 1.5 GB ডাটা প্রতিদিন। 

হাই স্পিড ডেটা শেষ হয়ে গেলে সেকেন্ডে ৬৪ KB স্পিডে চলবে আপনার ইন্টারনেট পরিষেবা।  এছাড়া প্রতিদিন ১০০ টি এস এম এস এর সুবিধাও রয়েছে। 

Happy New Year Offer




সঙ্গে থাকছে বিনামূল্যেও JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-র সাবস্ক্রিপশনও। 

একটি মন্তব্য পোস্ট করুন

6 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code